রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:২৫ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পৃথক সড়ক দুর্ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী ও বাড্ডা এলাকায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আনোয়ার হোসেন মীর (৫৪) ও ফয়সাল আহমেদ (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন গুরুতর আহত হন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার এসআই মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আনোয়ারের মোটরসাইকেলকে কোন গাড়ি ধাক্কা দিয়েছিল, তা চিহ্নিত করতে পারেনি পুলিশ।

এর আগে শুক্রবার রাতে বাড্ডা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় লরির ধাক্কায় মোহাম্মদ ফয়সাল গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই লরিটি পালিয়ে যায় বলে জানিয়েছেন বাড্ডা থানার এসআই শহিদুল ইসলাম।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/কেআর)