মায়ের আঁচল থেকে টাকা নিয়ে বিয়ে, অতঃপর...

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪২

মোহাইমিনুল ইসলাম

শুক্রবার দিন মানুষের বিয়ে হয়। অথচ এদের বিয়ে ভাঙতেছে। ভাঙবে না কেন? মেয়ের ১৭ বছর আর ছেলের ১৫ বছর। অর্থাৎ বিয়ে করার বয়স আর সাইজ- এদের একটাও এই দুই প্যারামিটারের কোনোটাতেই উপনীত হয়নি।

আমরা ক্লাস থ্রিতে পড়াকালে নাঈম-শাবনাজ চাঁদনি সিনেমায় অভিনয় করে বিখ্যাত হয়ে গেল। এই ধাক্কায় তাদের বিয়েও হয়ে গেল। সেই সিনেমার এক গান ছিল- ‘কন্যার বয়স যে ষোল পাত্রে উনিশ বছরে!’ সেই গানের ধাক্কায় ঐ সময় বহু ১৬-১৯ বছরের বাচ্চা কাচ্চা বিয়ে করে ফেলছিল! এরপর সরকারি পরিকল্পনা আর আইন।কত কিছু করে লাগাম টেনে ধরার চেষ্টা।

নিবন্ধন অনুযায়ী বৈবাহিক বন্ধনের বয়স না হলেও শরীরের নব্য হরমোনের ইন্ধন আর মনের আস্ফালনের জোরে এই জোড়া পালিয়ে গেল! এই সাহসের জুড়ি মেলা ভার তবে তারা টিকতে পারেনি আর।

মায়ের গাইট থেকে নিয়ে যাওয়া হাজার দুয়েক টাকা দিয়ে শুধু এক মাসের জন্যে বাসা ভাড়া করে বাসায় উঠতে পেরেছিল। কিন্তু চাল ডাল মশারি ইত্যাদি কেনার টাকা না থাকায় তারা বিপদে পড়ে যায়! পুলিশ তাদের সেই বিপদ থেকে রক্ষা করে নিয়ে আসে!

আজ এই উদ্ধার পর্যন্তই। আইনি জটিল আলোচনায় আর গেলাম না! বেরসিক পুলিশ হয়ে আপনাদের মনে একটু রস সঞ্চারণের চেষ্টা।

লেখক: অতিরিক্ত পুলিশ সুপার

ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এসকেএস