উত্তরা গণভবনের হ্রদে মাছের পোনা অবমুক্ত

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৮

উত্তরা গণভবনের হ্রদে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে মাছের পোনা অবমুক্ত করেন নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) সাংসদ শফিকুল ইসলাম শিমুল।

এ সময় সাংসদ শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দ্রুত সমৃদ্ধি অর্জন করছে দেশ। ইতোমধ্যে সারাবিশ্বে ইলিশ উৎপাদনে আমাদের দেশ প্রথম এবং মোট মাছের উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করেছে।

তিনি বলেন, দেশের এই অবস্থানে নাটোর জেলা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। জেলায় বছরে ৩৪ হাজার ৩৭৬ টন চাহিদার বিপরীতে ৬৬ হাজার ৯৩৪ টন মাছ উৎপাদন হচ্ছে। অর্থাৎ উৎপাদনের অর্ধেকটাই উদ্বৃত্ত। মৎস্য বিভাগের প্রশিক্ষণ, প্রণোদনা, প্রদর্শনী এবং প্রযুক্তি সহায়তা এবং মৎস্য চাষীদের উদ্যোগের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী জানান, রাজস্ব খাতের আওতায় নাটোর সদর উপজেলায় মোট ৩৭০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। কর্মসূচির আওতায় গণভবন হ্রদ ছাড়াও ডিসি পার্ক হ্রদ ও উপজেলা পরিষদ পুকুরে মোট ১৭৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হলো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য বিভাগের রাজশাহী বিভাগীয় উপপরিচালক তোফাজ উদ্দিন, নাটোর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস এবং উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :