‘ছাত্রলীগ সব সময় অসহায়দের পাশে’

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৫

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, সারাদেশেই বন্যার কারণে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে। প্রধামন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ বন্যার্তদের পাশে থেকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছাত্রলীগ তাদের পাশে থাকবে।

শনিবার বিকাল ২টার দিকে চরতিল্লি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

জয় আরো বলেন, মাদকের সাথে সম্পর্ক আছে এমন কেউ ছাত্রলীগের রাজনীতি করতে পারবেন না। ছাত্রলীগ তারাই করবেন, যারা সমাজের কাছে ক্লিন ইমেজে আছেন। বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড। এই ভ্যানগার্ড সদস্যদের কারণে দলের বদনাম হয়, এমন কিছু করা যাবে না। করোনার ভয়াবহ পরিস্থিতিতে যেমন ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায়দের পাশে ছিল, তেমনি বন্যাসহ যেকোন প্রাকৃতিক দুযোর্গে অসহায় মানুষের পাশে থাকবে ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সভাপতি এমএ সিফাদ কোরাইশী সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফুয়াদ রহমান খান, তিলোত্তমা শিকদার, কর্মসূচি ও পরিকল্নাবিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, ত্রাণ ও দুযোর্গবিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার, উপ-প্রচার সম্পাদক রায়হান রনি প্রমুখ।

এসময় সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের তিন শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে চাল, ডাল, তেল, আটা, লবণ, আলু বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এলএ)