মুক্তিযুদ্ধের গান

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৪ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:১৮

মাগো! দোহাই লাগে তোর;

আমায় যুদ্ধে যেতে দে,

আমার ভাইকে বধ করেছে শীমার-এজিদে।

.

তোর আঁচলের মায়ায় আমায় রাখিস না মা ধরে,

হানাদারের বুলেট খেয়ে ভাই যে আমার মরে।

মাতমে মা সোনার স্বদেশ বুক ফাটিয়ে কাঁদে-

আমার ভাইকে বধ করেছে শীমার-এজিদে।

মাগো! দোহাই লাগে তোর;

আমায় যুদ্ধে যেতে দে,

আমার ভাইকে বধ করেছে শীমার-এজিদে।

.

জীবন থাকতে সইবো না মা তোমার অপমান,

তাজা প্রাণের বিনিময়ে রাখবো মা তোর মান,

রক্ত নদী সাঁতরাবো মা স্বাধীনতার সাধে-

আমার ভাইকে বধ করেছে শীমার-এজিদে।

মাগো! দোহাই লাগে তোর;

আমায় যুদ্ধে যেতে দে,

আমার ভাইকে বধ করেছে শীমার-এজিদে।

.

বোনের লজ্জা করলো হরণ যেই হানাদার সেনা,

তাদের রক্তে চুকাবো মা বর্বরতার দেনা।

আমরা কেমন বীরের জাতি বুঝবে সে জল্লাদে-

আমার ভাইকে বধ করেছে শীমার-এজিদে।

মাগো! দোহাই লাগে তোর;

আমায় যুদ্ধে যেতে দে,

আমার ভাইকে বধ করেছে শীমার-এজিদে।

.

যতোই দাগাক গোলা-কামান; চালাক মেশিন গান,

বুক উঁচিয়ে বলবো আমি, ‘বাংলারই সন্তান’।

স্বাধীনতার বীজ বুনেছি স্বপ্নভরা হৃদে-

আমার ভাইকে বধ করেছে শীমার-এজিদে।

মাগো! দোহাই লাগে তোর;

আমায় যুদ্ধে যেতে দে,

আমার ভাইকে বধ করেছে শীমার-এজিদে।

.

মাতৃভূমির জন্য বাজি রাখবো আমার প্রাণ,

শহীদ হলেও গাইবো মাগো শেষ বিজয়ের গান।

লাল-সবুজের পতাকা মা রাখবো বুকে বেঁধে-

আমার ভাইকে বধ করেছে শীমার-এজিদে।

মাগো! দোহাই লাগে তোর;

আমায় যুদ্ধে যেতে দে,

আমার ভাইকে বধ করেছে শীমার-এজিদে।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :