‘এমন আনন্দঘন মুহূর্তের অপেক্ষায় ছিলাম’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৩ | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২১, ১১:৪১

প্রায় দেড় বছর পর খুলেছে দেশের স্কুল-কলেজ। ফলে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। অনেকটা উৎসব আমেজ বিরাজ করছে বিদ্যাপীঠগুলোতে। শিক্ষার্থীদের বরণ করতে শিক্ষকদের মাঝেও ছিল অন্য রকম আবেগ।

রবিবার রাজধানীর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দশম শ্রেণির ছাত্র আসলাম খান সানি বলে, দীর্ঘদিন বাসায় বসে থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছিলাম। এতদিন পর স্কুলে আসতে পেরে ভালো লাগছে। অনেকদিন পরে বন্ধুদের সাথে দেখা হচ্ছে, স্যারদের সাথে দেখা হচ্ছে। মনের ভেতর একটা অন্য রকম অনুভূতি।

সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক মমিনুল ইসলাম বলেন, আমরা শিক্ষক-শিক্ষার্থীরা অনেক খুশি। আমরা অপেক্ষা করছিলাম, কবে আমাদের এই আনন্দঘন মুহূর্ত আসবে। আমাদের সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। সকাল ৯টা থেকে শুরু করে প্রথম শিফটে যে ক্লাস ছিলো খুব শান্তিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে শেষ করা হয়েছে। আমাদের বিদ্যালয়ে হ্যান্ড স্যানিটাইজার, তাপমাত্রা মাপার যন্ত্র ও হাত ধোয়ার ব্যবস্থা এবং পাশাপাশি সব ধরনের স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা রাখা হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণ ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সরকার ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফা চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। দীর্ঘ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছিল।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/আরকে/কেআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

৫০ হাজার টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন

এই বিভাগের সব খবর

শিরোনাম :