হাওরে রহস্যজনকভাবে নিখোঁজ সেই পর্যটকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:১০ | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৩

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার দুই দিন পর সৈয়দ জাহেরুর রহমান সাগর (৪৫) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার ছাতিরচর এলাকায় হাওরের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, সকালে স্থানীয় জেলেরা সাগরের মরদেহ ছাতিরচরের কাছে হুলাবারিয়ার চরে দেখতে পান। পরে নিকলী থানা পুলিশের মাধ্যমে মরদেহ উদ্ধার করা হয়।

গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জীবনের একদল সহপাঠীর সঙ্গে হাওর এলাকায় বেড়াতে গিয়ে রহস্যময়ভাবে নিখোঁজ হন ঢাকার এই ব্যবসায়ী।

নৌকাভর্তি বন্ধু-পরিজনের সঙ্গে হাওরে বেড়াতে গেলেও কেউ জানেন না তিনি কোথায় গেছেন, কীভাবে নিখোঁজ হয়েছেন।

জানা যায়, ঢাকা থেকে বেড়াতে যাওয়া এই দলটিতে সৈয়দ জাহেরুর রহমান সাগর নামে এই ব্যবসায়ীর বন্ধুরা, কয়েকজন বন্ধুর পরিবারের সদস্য শিশু ও নারীসহ মোট ৫০ জন ছিল। সারাদিন নৌকায় চড়ে হাওরে ঘুরে এবং বিভিন্ন দর্শনীয় স্থান দেখার পর রাতে যখন ঘাটে পৌঁছে ঢাকা ফেরার জন্য অপেক্ষমাণ ট্যুরিস্ট বাসে উঠতে যাবেন সবাই তখনই আবিষ্কার হয় সাগর তাদের সঙ্গে নেই।

বন্ধুরা তাকে খুঁজতে ট্রলারে ফিরে গিয়ে তার ব্যাগ এবং মোবাইল ফোন পান, কিন্তু তাকে আর পান না।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :