মাছের সঙ্গে শত্রুতা!

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২১, ২০:২৭

নড়াইলে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার ঘটনা ঘটেছে। সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের মালিয়াট গ্রামে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার এ ঘটনায় শনিবার নড়াইল সদর থানায় জিডি করেছেন ক্ষতিগ্রস্ত স্বপন সিকদার।

মালিয়াট গ্রামের স্বপন সিকদার জানান, তিনি বাড়ির পাশের একটি পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন। প্রতিবেশীদের সঙ্গে খারাপ সম্পর্ক থাকায় তারা ওই পুকুরে হাঁস ছেড়ে দেয়াসহ নানা ধরনের অপদ্রব্য ফেলে মাছ চাষে বাধা দিয়ে আসছিলেন। শনিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখেন মাছ মরে ভেসে উঠেছে। তখন বুঝতে পারেন শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় বিষাক্ত কিছু দিয়ে মাছ মেরে ফেলা হয়েছে এবং মাছ লুট করে নিয়েছে। মাছ মরে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত স্বপন সিকদার।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর জানান, ক্ষতিগ্রস্ত মাছ চাষী স্বপন সিকদার নিশ্চিত করে কারও নাম বলতে না পারায় অজ্ঞাত দুষ্কৃতকারীদের নামে জিডি করা হয়েছে। বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :