মেট্রোরেলের আরও চার বগি ও দুই ইঞ্জিন এলো মোংলায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:০৪

মেট্রোরেলের আরও চারটি বগি ও দুটি ইঞ্জিন পৌঁছেছে মোংলা বন্দরে।

পানামার পতাকাবাহী জাহাজ এমভি প্রিসিয়ার্স কোরাল বগি ও ইঞ্জিন নিয়ে রবিবার বিকালে বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে।

গত ২৫ আগস্ট জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে জাহাজটি। জাহাজে মেট্রোরেলের বগি ছাড়াও ২৪৪ টনের আরও ২০টি প্যাকেজের সরঞ্জাম এসেছে বলে বন্দর সূত্র জানিয়েছে।

বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, খালাস শেষে বগি ও ইঞ্জিন দুটো নদী পথেই ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে নেয়া হবে।

এর আগে ‍রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্রের বিভিন্ন মালামাল ও যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে এসেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশে আমদানি হওয়া মেট্রোরেলের এসব বগি মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ার ক্ষেত্রে বন্দরের সক্ষমতার প্রমাণ করেছে।

ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :