মোবাইল গেমসে আসক্ত হয়ে তরুণের আত্মহত্যা

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৮

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

মোবাইল ফোনের গেমসে আসক্ত হয়ে হতাশায় ডুবে আত্মহত্যা করলেন এক তরুণ। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের গোঘাটের ধুলেপুর গ্রামে।

রবিবার সকালে যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। মোবাইলে অন লাইন গেমে আসক্ত হয়ে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন ওই যুবক।

দেশটির পুলিশ জানিয়েছে মৃত এই যুবকের নাম শুভদীপ ঘোষাল। বয়স ২১। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর শুভদীপ অন্য রাজ্যে কিছুদিনের জন্য কাজে চলে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফের চলেও আসেন। তার বাবা কাশীনাথ ঘোষালের একটি ছোটখাটো স্টেশনারি দোকান আছে। আর্থিকভাবেও অনটনে ছিল পরিবারটি।

যদিও বাবার দোকানে বসতেন না, ব্যবসাও দেখতেন না শুভদীপ। পরিবারের দাবি শুভদীপ রাত জেগে মোবাইলে গেমস খেলতেন আর দিনের বেলায় ঘুমাতেন। ঘর থেকেই বেরোতেন না। কোন কাজ কর্মও করতেন না। সারা দিন রাত শুধু মোবাইল নিয়েই বসে থাকতেন বলে জানান পরিবারের লোকজন। 

এই নিয়ে পরিবারেও নানান ভাবে ঝামেলা হত। মোবাইল গেমেই আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। এখান থেকেই গ্রামবাসী ও পরিবারের লোকজনের ধারণা মোবাইল গেমেই আসক্ত হয়ে অবসাদে সে আত্মহত্যা করেছে। 

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এজেড)