ফরিদপুরে করোনায় ও উপসর্গে তিনজনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৯ | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:০২

ফরিদপুরে বেশ কয়েকদিন ধরে করোনাভাইরাসে মৃত্যুর হার শুন্য থাকলেও আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু মেডিকেলে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

এছাড়াও একই সময়ে শনাক্ত হয়েছেন ৬১ জন। শনাক্তের হার ২৩ দশমিক ৮৪ শতাংশ।

ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানান, এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী ভর্তি হয়েছেন ১০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন, এছাড়া আইসিইউতে রয়েছেন আরও ১১ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানলে বাড়তে পারে শনাক্ত ও মৃত্যুর হার।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :