ভোলায় পাথরবোঝাই জাহাজডুবি, চারজনকে জীবিত উদ্ধার

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৯ | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৬

ভোলার মেঘনা নদীতে তীব্র স্রোত ও ঢেউয়ে পাথরবোঝাই এমভি বনশ্রী-২ নামে একটি জাহাজ ডুবে গেছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মেঘনা নদীর রামদাসপুর চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় জাহাজে মালিকসহ চারজনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। এদের সকলের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দীঘির পাড় এলাকায়।

উদ্ধারকৃতরা হলেন- জাহাজের মালিক সাইফুল ইসলাম (৪০) এবং তিন শ্রমিক- উজ্জল (৩৫), শফিক (২৫) ও রাব্বি (২০)। জাহাজের মালিক সাইফুল ইসলাম জানান, গত শনিবার সিলেট থেকে আট হাজার ঘনফুট পাথর নিয়ে তিনজন শ্রমিকসহ তারা বরিশালের উদ্দেশ্য রওনা দেন। সোমবার দুপুরের দিকে ভোলার রামদাসপুর চ্যানেলে পৌঁছালে তীব্র স্রোত ও ঢেউয়ে জাহাজটি ডুবে যায়। এ সময় তারা শত চেষ্টা করেও জাহাজটিকে বাঁচাতে পারেননি।

পরে তারা সাঁতার কেটে নদীতে থাকা জেলেদের ট্রলারে উঠে প্রাণে রক্ষা পান।

ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বলেন, বিষয়টি আমরা শুনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :