ফরিদপুরে সন্ত্রাস প্রতিরোধে ইমামদের নিয়ে সভা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৮

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার বলেন, প্রকৃত মানুষ কখনো জঙ্গীবাদে সম্পৃক্ত হতে পারে না। আমাদের দায়িত্ব মানুষকে ভালবাসা। নামধারী কাজীরা (বিয়ের রেজিস্ট্রার) বাবা-মাকে ফুসলিয়ে বাল্যবিয়ে দিয়ে দেন। এসব দূর করতে হবে। ইমামরাই পারে সমাজকে সুন্দর করে গড়ে তোলার ভূমিকা রাখতে।

জেলা প্রশাসক বলেন, ‘আমাদের সন্তানদের মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসী পথ থেকে সরিয়ে রাখতেও ইমামদের ভূমিকা অপরিসীম। মসজিদে মসজিদে নামাজের আগে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিপক্ষে বক্তব্য তুলে ধরতে পারেন ইমামরা।’

সভায় আরও বক্তব্য দেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :