নাটোরে সফল কৃষি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৭

নাটোর ও পাবনা জেলা থেকে জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত নয়জনসহ ৪৫ জন সফল কৃষি ও মৎস্য উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সভাপতিত্বে এ মতবিনিময় সভা হয়।

এসময় জেলা প্রশাসক বলেন, ‘কৃষি উদ্যোক্তাদের অসাধারণ অবদানে সমৃদ্ধ হচ্ছে নাটোরসহ দেশের কৃষি ও মৎস্য অঙ্গন। এই অঙ্গনের সফল উদ্যোক্তাদের সুবিধা দেয়াসহ তাদের সব রকমের সমস্যা সমাধান করবে জেলা প্রশাসন।’

সভায় আরও বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বেলাল হোসেন।

এ ছাড়াও উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য দেন- পাবনার ময়েজ উদ্দিন, কেতাব আলী, বেলী বেগম, হাশেম আলী এবং নাটোরের রুবিনা খাতুন, হাসান আলী, আতিকুর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :