ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, শেরপুর
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৪

শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতীতে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত উপজেলা সীমান্ত এলাকায় দারিদ্র সীমার নিচে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তা নৃ-গোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ইউএনও ফারুক আল মাসুদ এই চেক বিতরণ করেন।

এ সময় ৭৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে জনপ্রতি চার হাজার টাকা হারে মোট তিন লাখ টাকা বিতরণ করা হয়। ওই সময় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মধ্যে সর্বোচ্চ ২০ হাজার, সর্বনিম্ন ১০ হাজার টাকা হারে আটটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে মোট এক লাখ নয় হাজার টাকার চেক বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা সমাজসেবা অফিসার মো. তৌফিকুল ইসলাম খালেক, বিদায়ী উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, পিআইও আব্দুল মান্নানসহ সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :