চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রাতে মুখোমুখি বার্সা-বায়ার্ন

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৬ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২১-২২ মৌসুমের খেলা শুরু হচ্ছে আজ। আর এই উদ্বোধনী দিনেই একে অপরের বিপক্ষে মাঠে নামবে সময়ের দুই অন্যতম সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

২০১৯-২০২০ মৌসুমের কোয়ার্টার ফাইনালপর্বের ম্যাচেও দেখা হয়েছিল এই দুদলের। সেবার স্প্যানিশ ক্লাবটিকে এক লজ্জার হার উপহার দিয়েছিল জার্মান জায়ান্টরা। সেসময়ের মেসি বাহিনীকে ৮-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। এবার বার্সেলোনার হয়ে খেলতে পারবেন না লিওনেল মেসি। কেননা কিছুদিন আগেই বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে পিএসজিতে যোগ দিয়েছেন তিনি।

তার অনুপস্থিতিতে তরুণ দল নিয়ে আর যাই হোক চ্যাম্পিয়ন্স লিগে দাপট দেখানো সম্ভব নয়, এমনটাই মনে করছেন কোচ রোনাল্ড কোমান। ইউরোপসেরার দৌড়ে ফেভারিটের খাতায় দলের নাম ফেরাতে সময় লাগবে তার দলের!

এদিকে আজ রাতের আরেক ম্যাচে মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইয়াং বয়েজস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এমএম)