ঢাবি শিক্ষকদের টিকা গ্রহণের প্রমাণপত্র দেওয়ার আহ্বান কর্তৃপক্ষের

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৯

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে বিশ্ববিদ্যালয়ের সেবাপ্রাপ্তির জন্য দ্রুত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ssl.du.ac.bd) করোনাভাইরাসের টিকা গ্রহণের প্রমাণপত্র দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবাপ্রাপ্তির ক্ষেত্রে অচিরেই ভ্যাকসিন সার্টিফিকেট/ভ্যাকসিন গ্রহণের প্রমাণপত্র দিতে হবে। যদি কেউ ভ্যাকসিন কার্যক্রমের আওতায় না এসে থাকেন, তাদেরকে দ্রুত ভ্যাকসিন গ্রহণ প্রক্রিয়ার আওতায় আসার পরামর্শ দেওয়া যাচ্ছে। ইতিমধ্যে ভ্যাকসিন গ্রহণকারী সকল সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ssl.du.ac.bd) তাদের নিজ নিজ প্রোফাইলে ঢুকে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন গ্রহণের প্রমাণপত্র আপলোড করতে আহ্বান জানানো যাচ্ছে।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/আরএল/জেবি)