নাম-পরিচয় লুকিয়ে টার্গেট করতেন বিধবা ও ডিভোর্সিদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৫১ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৫

অনুপ পোদ্দার। ধর্মমতে সনাতন হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে পরিচয় দিতেন মুসলিম হিসেবে। স্ত্রী মারা গেছেন উল্লেখ করে বিভিন্ন ম্যারেজ মিডিয়া সাইটে সঙ্গী খোঁজার পোস্ট দিতেন। এরপর স্বামী পরিত্যক্তা বা বিধবাদের সঙ্গে বিয়ের নাম করে গড়ে ‍তুলতেন ঘনিষ্ঠ সম্পর্ক। এরপর সেই সম্পর্কের আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে হাতিয়ে নিতেন টাকা।

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে অনুপ পোদ্দার র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য।

অনুপ পোদ্দারকে গ্রেপ্তারের বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেন র‌্যাব-৪ এর সিনিয়র এসএসপি সাজেদুর রহমান। তিনি বলেন, বিধবা নারীদের সঙ্গে বিয়ের নাম করে পরিচয়ের সূত্র ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতেন টাঙ্গাইলের অনুপ পোদ্দার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডি খুলে নিজের পরিচয় গোপন রেখে মনির খান ও হারুন নামে দুটি আইডি ব্যবহার করতেন। এসব আইডিতে নিজেকে মুসলিম ও স্ত্রী মারা গেছেন বলে পরিচয় দিতেন। এমনকি তিনি বিভিন্ন ম্যারেজ মিডিয়া সাইটে বিধবা পাত্রী চেয়ে পোস্ট করতেন।

র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনুপ পোদ্দার জানিয়েছেন, তার আসল নাম অনুপ পোদ্দার, ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও বেসরকারি চাকরীজীবী। সুস্থ স্বাভাবিক জীবনের আড়ালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিপত্নীক হিসেবে, মুসলিম পরিচয়ে, ভুয়া ঠিকানা, অন্যের ছবি ব্যবহার করে ‘মনির খান ও হারুন’ নামে ফেইক আইডি খুলে বিভিন্ন ম্যারেজ মিডিয়া থেকে স্বামী পরিত্যক্তা বা ডিভোর্সি মেয়েদের টার্গেট করতেন। এরপর ধীরে ধীরে সম্পর্কের গভীরতার এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘনিষ্ঠতার এক পর্যায়ে তাদের ইমোশনকে ব্যবহার করে বিভিন্ন স্পর্শকাতর ছবি, ভিডিও গোপনে ধারণ করে শুরু করতেন ব্ল্যাকমেইল।

এর প্রথম পর্যায়ে ভিকটিমকে বিভিন্ন হোটেলে দেখা করার এবং অবৈধ-অনৈতিক সম্পর্ক স্থাপনের কথা বলতেন। কিন্তু এতে রাজি না হলে গোপনে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। পাঁচ থেকে ছয় লাখ টাকা দাবি করতেন। সমাজে লোকচক্ষুর ভয়ে বাধ্য হয়ে অনেকেই তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়েছেন এবং কেউ কেউ অল্প টাকা দিয়ে রেহাই পেয়েছেন বলে জানায় র‌্যাব।

এসএসপি সাজেদুর রহমান আরও জানান, গ্রেপ্তার অনুপ সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নো ছবির গ্রুপ চালাতেন। এসব গ্রুপে বিভিন্ন আপত্তিকর ভিডিও আদান-প্রদান চলতো। আর তিনি এই গ্রুপগুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। কেউ তার কথা না শুনলে তিনি ভিডিও ওইসব গ্রুপে ছড়িয়ে দিতেন। তাকে গ্রেপ্তারের পর তার মোবাইল ফোন থেকে দুই শতাধিক বিধবা, স্বামী পরিত্যক্তা নারীর ছবি ও ভিডিও উদ্ধার করেছে র‌্যাব।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

সোনালী লাইফের বহিষ্কৃত সিইও মীর রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

এই বিভাগের সব খবর

শিরোনাম :