খিলগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৬

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মো. হেলাল হোসেন নামের এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৩। এ সময়ে তার কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

মঙ্গলবার বিকালে র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রানী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনসিডিল নিয়ে একটি পিকআপ গাবতলী থেকে মগবাজার হয়ে যাত্রাবাড়ীর দিকে আসছে-এমন খবরে সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকে খিলগাঁও এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে মো. হেলাল হোসেন নামের এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়। সেখানে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি আটক হেলাল হোসেন তার অপরাধ স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে মাদক আইনে খিলগাঁও থানায় একটি মামলা করা হয়েছে।

আটক মো. হেলাল হোসেন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামের মো. ঈমান হোসেনের ছেলে।

ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :