দোয়া চাইলেন উচ্ছ্বসিত সেঞ্চুরিয়ান আইচ

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:২৪ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:২৭

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রথম সব কিছুই আলাদা আবেগের। আবার সেটা যদি খুব কার্যকর হয় তাহলে খুশি না হওয়ার তো কারণ নেই। ঠিক তাই আজ সেঞ্চুরি করে উচ্ছ্বসিত যুবা টাইগার আইচ মোল্লা। দলকে জয়ের ভিত গড়ে দেওয়া শতকের পর জয়ের ধারাবাহিক হতে চান তিনি। সেজন্য চেয়েছেন ভক্ত-সমর্থকদের দোয়া।

আজ সিলেটে যখন আইচ ব্যাট করতে নামেন তখন দলের অবস্থা নাজুক। স্কোরবোর্ডে ৬ রান তুলতেই নেই দুই সেরা ব্যাটার। তবে পথ হারাতে দিলেন না দলকে। মফিজুলকে নিয়ে গড়লেন কার্যকরী ৬১ রানের জুটি। মন্থর স্কোরিংয়ে গড়া জুটিতে শুরুর ধাক্কা সামলে যখন থিতু হলেন তখন ফিরলেন মফিজুল। এরপর খুব বেশি সময় সঙ্গ দিতে পারলেন না অধিনায়ক মেহরাবও। তবে একপাশ আগলে থিতু হয়ে থাকলেন আইচ।

শেষ পর্যন্ত ব্যাট হাতে গড়েন নিজের ক্যারিয়ারের প্রথম শতক। সিরিজে এর আগের দুই ম্যাচে ২২ এবং অপরাজিত ১৬ রানের পর এবার মাতলেন তিন অঙ্কে পৌঁছে। পেলেন ম্যাচ সেরার পুরস্কার। আজ ৪৮.১ ওভারে ফেরার আগে ১৩০ বলে ৮ চার আর ৪ ছয়ে করলেন ১০৮ রান। বাংলাদেশও পেল অপেক্ষাকৃত বড় টার্গেট। এমন ইনিংস খেলে কে না খুশি থাকবেন- থাকলেন আইচ মোল্লাও। 

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় যুবাদের সেঞ্চুরিয়ান আইচ জানালেন অনুভূতির কথা। কৃতিত্ব দিলেন অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলকেও। ‘খুবই ভালো লাগছে। অনেক দিন পর খেলার সুযোগ পেয়েছি। আমাদের এটা প্রথম সিরিজ। সেঞ্চুরি করেছি, খুবই ভালো অনুভূতি। কোচরা আমাদের নিয়ে অনেক পরিশ্রম করেছেন। এগুলো অনেক ভূমিকা রেখেছে।’

আইচের সেঞ্চুরির পর শেষের দিকে আবদুল্লাহ আল মামুনের ২০ বলে ৩২ রানে ২২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। টার্গেটে নেমে নাইমুর রহমান আর রিপন মন্ডলের তোপে পড়েন আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ৩৯.৪ ওভারে ১২১ রানে পিছিয়ে থেকেই গুটিয়ে যায় সফরকারীরা। মাত্র ১০১ রানে আফগানদের গুটিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল টাইগার যুবারা।

এবার জয়ের ধারায় থাকতে চান বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দেশবাসীর কাছে দোয়া চাইলেন আকবর-শরিফুলদের অনুজরা। ভিডিও বার্তায় আইচ বলেন, ‘আমরা শতভাগ চেষ্টা করব। আমাদের জয়ের ধারা বজায় রাখার চেষ্টা করব। সবাইকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করছি। দোয়া করবেন যেন খেলাটা ধরে রাখতে পারি।’ 

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এইচএন)