আইফোন ১৩ আনল অ্যাপল

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৮ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৬

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

প্রতিক্ষার অবসান ঘটিয়ে বাজারে আসল আইফোন ১৩। বুধবার ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে আইফোন ১৩ এবং অ্যাপল ওয়াচ ৭ উন্মোচন করে টেক জায়ান্ট অ্যাপল।

আইফোনের নতুন মডেলের জন্য বহু মানুষই মুখিয়ে ছিলেন। কিন্তু ডিজাইনে খুব বেশি চমক দেখা গেল না। অনেকটা আগের অর্থাৎ আইফোন ১২ মডেলের মতোই তা দেখতে। তবে ব্যাটারি এবং কার্যকারিতা দিক দিয়ে পুরনো মডেলগুলির চেয়ে উচ্চমানের। আগের থেকে ৫০ শতাংশ বেশি দ্রুত পারফর্মম্যান্স দেবে অ্যাপলের নতুন চিপ। পুরোনো সিরিজের থেকে কমপক্ষে আড়াই ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে আইফোন ১৩।

নতুন মডেলে থাকছে রিয়ার টুইন ক্যামেরা। প্রসেসর এ১৫ বায়োনিকের। বাজারে মোট পাঁচটি রঙে পাওয়া যাবে আইফোন ১৩— গোলাপি, নীল, কালো (মিডনাইট), লাল (প্রোডাক্ট রেড) আর স্টারলেট।

সম্প্রতি আইফোন ১৩-র দাম নিয়ে ‘অ্যাপল হাব’ ব্লগে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানেই প্রথম বলা হয়েছিল, আইফোনের দাম হতে পারে ৭৯৯ আমেরিকান ডলার।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এজেড)