ইসরায়েলে চলছে বুস্টার ডোজ, গাজায় পাঠানো হলো মেয়াদোত্তীর্ণ টিকা

আন্তর্জাতিক ডেস্ক
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:০০

অবরুদ্ধ গাজা উপত্যকায় ৫০ হাজার ডোজ মেয়াদোত্তীর্ণ করোনাভাইরাসের টিকা পাঠিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। টিকা সরবরাহের বিষয়ে চুক্তিবদ্ধ হলেও ইসরায়েল তা করেনি। অথচ প্রাপ্তবয়ষ্ক সবাইকে এরই মধ্যে টিকা দিয়ে ফেলেছে ইসরায়েল। কেউ কেউ নিয়েছেন বুস্টার ডোজও।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় পাঠানোর জন্য রাশিয়ায় তৈরি টিকা ইসরায়েলকে দেয়া হলেও তেল আবিব এগুলো অনুপযুক্ত অবস্থায় রেখে দিয়েছিল। এছাড়া টিকার চালান ঠিক সময়ে গাজায় পৌঁছাতে বাধা দেয় ইসরায়েল।

সম্প্রতি গাজার কারেম আবু সালেম ক্রসিং দিয়ে রাশিয়ার তৈরি স্পুৎনিক লাইট টাইপের টিকার চালানটি পাঠানো হয়। কিন্তু সেফটি টেস্টে দেখা যায় টিকার মেয়াদ শেষ হয়ে গেছে। এ খবর দিয়েছে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ ও মিডলইস্ট মনিটর।

এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম খবর দিয়েছিল, মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া টিকাগুলো প্রথমে তেল আবিব পশ্চিম তীরের স্বশাসন কর্তৃপক্ষকে দিতে চেয়েছিল। কিন্তু মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ ওই চুক্তি বাতিল করে দেয়। এরপরই ওই চালান গাজা উপত্যকায় পাঠায় দখলদার ইসরায়েল।

গাজা উপত্যকায় এখন পর্যন্ত এক লাখ ৪৭ হাজার ৩৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে এক হাজার ২২৮ জনের মৃত্যু হয়েছে। উপত্যকার মোট বাসিন্দা প্রায় ২০ লাখ। এখন পর্যন্ত করোনার টিকা পেয়েছেন তিন লাখ ৫৪ হাজার মানুষ।

পশ্চিম তীর ও গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের জন্য করোনাভাইরাসের টিকা সরবরাহ করার প্রতিশ্রুতি রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে ইসরায়েল। অথচ তেল আবিব তার নিজের প্রাপ্তবয়স্ক প্রায় সব নাগরিককে টিকার আওতায় এনেছে এবং অনেকে এরই মধ্যে বুস্টার ডোজও নিয়ে ফেলেছে।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :