এবার যুগ্ম মহাসচিব ও সম্পাদকদের কথা শুনবে বিএনপির হাইকমান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৯

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন আদায়ের কৌশল ও আগামী দিনে আন্দোলন কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপির হাইকমান্ড।

মঙ্গলবার ছিল ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা মণ্ডলীদের সদস্যদের সঙ্গে বৈঠক। বৈঠকে প্রায় সবাই নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা ছাড়া এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না বলে মত দেন।

ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বুধবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দিনের বৈঠক হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন বুধবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

অনেকদিন পর সশরীরে বৈঠক হওয়ায় নেতারাও সবাই বেশ উজ্জীবিত।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, অনেকদিন পরে সশরীরে নেতাকর্মীদের সভা হতে যাচ্ছে। স্বাভাবিকভাবে নেতাকর্মীরা উজ্জীবিত।আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রীর মুক্তি, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনসহ সার্বিক বিষয়ে আলোচনা হবে। সেখানে কেউ যদি উদ্ভাবনী প্রস্তাব দেন তা গ্রহণ করা হবে এমনটাই প্রত্যাশা। এই প্রত্যাশা কীভাবে আরও গতিশীল হবে সে বিষয়ে আলোচনা হবে।

এতে লন্ডন থেকে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক শামসুর। এদিকে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে থাকবেন।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/বিইউ/কেআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :