শীর্ষস্থান হারালেন সাকিব, সেরা দশে মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৪ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫০

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে টি-টোয়েন্টির অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠার কয়েকদিন পরেই আবার নিজের জায়গা হারালেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আবারও দুই নম্বরে নেমে গেছে তিনি। এদিকে সেরা দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে রান তোলার পাশাপাশি বল হাতে উইকেটের নেয়ায় জুড়ি ছিল না সাকিবের। তার জন্য আফগানিস্তানের মোহাম্মদ নবিকে পেছনে ফেলে নিজের পুরনো জায়গা ফিরে পেয়েছিলেন টাইগার অলরাউন্ডার।

কিন্তু পরের সিরিজে আবারও আগের জায়গায় নেমে গেলেন সাকিব। অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিব হারিয়েছেন মূল্যবান ১৬ রেটিং পয়েন্ট। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে টাইগার তারকা নেমে গেছেন দুইয়ে। আর শীর্ষে উঠে যাওয়া আফগান অলরাউন্ডার নবির সংগ্রহ সাকিবের চেয়ে দশ পয়েন্ট বেশি, ২৮৫।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে সিরিজ জয়ী অপরাজিত ৪৩ রান ও শেষ টি-টোয়েন্টিতে ২৩ রান করা মাহমুদউল্লাহ অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দশম স্থানে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ১৩০।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :