ডেঙ্গুতে মারা গেলেন খালেদা জিয়ার উপদেষ্টা আছপিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৬ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৭

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া।

বুধবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি।

চারদলীয় জোট সরকারের আমলে জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন আছপিয়া।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল জানিয়েছেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফজলুল হক আছপিয়া দীর্ঘ একমাস বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। দুপুরে তিনি মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় সুনামগঞ্জের বালুর মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে বুধবার বাদ মাগরিব নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

ফজলুল হক আছপিয়া সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সদর) আসন থেকে বিএনপির হয়ে ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন। অষ্টম জাতীয় সংসদের তিনি হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :