যুক্তরাজ্যের নতুন উপ-প্রধানমন্ত্রী ডোমিনিক রাব

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩১ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:১১
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের মন্ত্রিসভায় বুধবার ব্যাপক রদবদল আনা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের পদাবনতি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বিচারমন্ত্রী করা হয়েছে তাকে। সেই সাথে আরও দুইটি দায়িত্ব পেয়েছেন তিনি। তাকে দেশটির উপ-প্রধানমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর করা হয়েছে। বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে নতুন এই দায়িত্ব বণ্টন করা হয়। সূত্র: বিবিসি।

সম্প্রতি আফগানিস্তান সংকট মোকাবেলায় ডোমিনিক রাবের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তখন থেকেই তিনি আলোচনায় ছিলেন। দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাণিজ্যমন্ত্রী লিজ ট্রাসের নাম ঘোষণা করা হয়েছে।

শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসনকে পদচ্যুত করা হয়েছে। বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ডকে তার পদ থেকে সরানো হয়েছে। তবে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল তার পদ ধরে রেখেছেন। কমিউনিটি মন্ত্রী রবার্ট জেনরিককে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। কনরাজভেটিভ পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে আমান্দা মিলিংকে।

আমান্দা মিলিং বলেছেন, ‘আমি যে দায়িত্ব পালন করেছি তা আমার জন্য সম্মানের। আমি আমাদের পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব পালন করে যাব।’

এদিন ডোমিনিক রাবকে ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে হাসিমুখে বেরিয়ে যেতে দেখা যায়। নতুন পদে তিনি খুশি কিনা সে ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি। কিন্তু ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে পাঠানো ইমেইলে ডোমিনিক রাবের নতুন পদের বিষয়টি নিশ্চিত করা হয়।

বুধবার মন্ত্রিসভায় রদবদলের কাজ শুরু করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবারও মন্ত্রিসভা ঢেলে সাজানোর কাজ চলতে পারে।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :