টাইম ম্যাগাজিনের প্রভাবশালীর তালিকায় বাইডেন-মোদি-বারাদার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৩ | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫০
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন টাইমের বিবেচনায় যে ২০ জন নেতা-নেত্রী চলতি বছরে বিশ্বকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন সেই তালিকায় স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তালিকাতেই রয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এমনকি তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদরও আছেন এই তালিকায়।

‘পায়োনিয়ারস’ বিভাগের ২০ জনের মধ্যে স্থান হয়েছে ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালার। সবমিলিয়ে ১০০ জনের নামের তালিকা প্রকাশ করেছে এই মার্কিন সাময়িকী। বুধবার এই প্রভাবশালী ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় যুক্তরাজ্যের ডিউক অ্যান্ড ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি ও মেগান জায়গা পেয়েছেন।

ম্যাগাজিনে নরেন্দ্র মোদিকে নিয়ে লেখা হয়েছে, ‘স্বাধীনতার পরে ৭৪ বছরে জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর পরে নরেন্দ্র মোদি ভারতের তৃতীয় প্রভাবশালী প্রধানমন্ত্রী।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে লেখা হয়েছে, ‘পরনে সাদা শাড়ি ও পায়ে হাওয়াই চটি তাঁর নিজস্বতা। এই পোশাকেই ভারতীয় রাজনীতিতে তিনি হয়ে উঠেছেন নির্ভীকতার চিহ্ন। বিজেপির অর্থ ও লোকবলকে পরাস্থ করে মমতা ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখলেন। ভারতের অন্য নারী নেত্রীদের সঙ্গে মমতার পার্থক্য হলো- তিনি কখনও কারও স্ত্রী, মা, কন্যা বা সাথী হিসেবে পরিচিতির সুবিধাটি পাননি। মমতার বিষয়ে বলা হয়- তিনি তাঁর দল তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেন না। তিনি নিজেই সেই দল। নরেন্দ্র মোদিকে প্রতিহত করতে জাতীয় স্তরে কোনও জোট যদি গড়ে ওঠে, সেখানে অবশ্যই মুখ্য ভূমিকা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের।’

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরান-ইসরায়েল দুপক্ষই মিথ্যাচার করছে: এরদোয়ান

ইসরায়েলকে ‘সর্বোচ্চ পর্যায়ের’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

এই বিভাগের সব খবর

শিরোনাম :