‘নুসরাতের উচিত ছেলের পিতৃপরিচয় প্রকাশ করা’, কে বললেন এ কথা?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৪

তিন সপ্তাহ হয়ে গেছে মা হয়েছেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। কিন্তু এখনও তিনি ছেলে ঈশানের বাবার পরিচয় সরাসরি প্রকাশ করেননি। বরং সম্প্রতি কলকাতা পুরসভায় করোনা ভাইরাসের টিকা নিতে গিয়ে সন্তানের পিতৃপরিচয় নিয়ে ভবিষ্যতে যাতে কোনো জটিলতা তৈরি না হয়, সে বিষয়ে আলোচনা করেন। তিনি চান, তার পরিচয়েই বেড়ে উঠুক সন্তান।

অন্যদিকে নুসরাতের ছেলের পিতৃপরিচয় জানতে মরিয়া নেটবাসী। প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় তার মাতৃত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন। কিন্তু সিঙ্গেল মাদার নুসরাতের এই সিদ্ধান্তকে কোন চোখে দেখছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী? অতি সম্প্রতি তাকে এমন প্রশ্নই করা হয় একটি সাক্ষাৎকারে।

খুব শিগগির অভিনেত্রী থেকে পরিচালনায় অভিষেক হতে চলেছে এই পাপিয়ার। ‘মাদার ইন্ডিয়া’ নামে একটি সিনেমা নির্মাণ করতে চলেছেন তিনি। সেখানে মূল ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই সিনেমায় তুলে ধরা হবে পতিতালয়ের নারীতের মাতৃত্বের গল্প।

এ কারণেই পাপিয়ার কাছে জানতে চাওয়া হয়, নুসরাত জাহান যে সন্তানের পিতৃপরিচয় প্রকাশ করছেন না, সিঙ্গেল মাদার হিসেবে তাকে বড় করতে চান, এ বিষয়ে আপনার মন্তব্য কী? উত্তরে পাপিয়া বলেন, ‘একজন মা সবসময়ই একা তার সন্তানকে বড় করতে পারেন। কিন্তু সেক্ষেত্রেও কিছু শর্ত থাকে। নুসরাত হয়তো নিজেকে ওতো গুরুত্ব দেন না। কিন্তু সে এই সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।’

তিনি বলেন, ‘একজন নারী হিসাবে আমি বলতে পারি, আমরা উপনিষদের, গীতার, কোরআনের, বাইবেলের দেশের লোক। আমাদের কিছু আদর্শ আছে। সেখানে একজন সাংসদ হয়ে নুসরাত যদি বলেন, আমার সন্তানের পিতৃপরিচয় নেই, আমার বিয়েটা বিয়ে নয়, সেটা সমাজে বড় প্রভাব ফেলতে পারে। সামাজিকভাবে সেটা মেনে নেওয়া যায় না। এটাকে মিথ্যাচার বলে। সমাজের মাথা হয়ে এই কথা তিনি বলতে পারেন না।’

পাশাপাশি পাপিয়া এও বলেন, ‘একা ছেলে মানুষ করার ক্ষেত্রে আমি সবসময় নুসরাতকে সাপোর্ট করি। কিন্তু সাংসদ হয়ে তিনি এই কাজ করতে পারেন না। কাউকে বিয়ে করতে চাইলে তিনি করতেই পারেন, অন্য কাউকে ভালোও বাসতে পারেন। কিন্তু সন্তানের পিতৃপরিচয় নিয়ে এই ধোঁয়াশা তৈরি করা মেনে নেওয়া যায় না। আগামী দিনে তার ছেলেকেও সমাজের নানা ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়তে হতে পারে।’

এই অভিনেত্রী-পরিচালক আরও বলেন, ‘বাবা জানে বাবা কে- এটা নুসরাতের জেদের কথা। সাংসদ হয়ে এই জেদ তাকে মানায় না। এই বিষয়ের সমাধান নুসরাতকেই বের করতে হবে। এটা কোনো জ্ঞান নয়, সিনিয়র হিসাবে তাকে একটা সাজেশন মাত্র।’

গত ২৬ আগস্ট কলকাতার একটি নামী হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন নুসরাত জাহান। ছেলের বাবার পরিচয় প্রকাশ না করলেও সকলের ধারণা, অভিনেতা যশ দাশগুপ্তই সেই ব্যক্তি। তার সঙ্গেই এক বছর ধরে লিভ ইন করছেন নুসরাত। ওদিকে যেহেতু নায়িকার স্বামী নিখিল জৈন বহু আগেই জানিয়ে দিয়েছেন, এ সন্তানের বাবা তিনি নন।

ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :