ভারতে দুই স্কুলছাত্রের অ্যাকাউন্টে ১১০০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৫ | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০২
ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্যের দুই স্কুলছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকল ৯৬০ কোটি ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১০০ কোটি টাকা। কিন্তু কীভাবে এত টাকা জমা পড়ল ওই দুই শিক্ষার্থীর অ্যাকাউন্টে তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এ বিষয়ে শুরু হয়েছে তদন্তও। খবর আনন্দবাজারের।

বিহারের কাটিহার জেলার বাগাউরা পঞ্চায়েতের পাসতিয়া গ্রামের ঘটনা। এই গ্রামেরই দুই শিক্ষার্থী গুরুচন্দ্র বিশ্বাস এবং অসিত কুমার। খবরে বলা হচ্ছে, বিশ্বাস এবং কুমারের অ্যাকাউন্টে যথাক্রেমে ৬০ কোটি এবং ৯০০ কোটি রুপি জমা পড়েছে। আর এই ঘটনাকে ঘিরেই কাটিহার জেলায় হুলস্থুল পড়ে গিয়েছে।

স্কুলের পোশাকের টাকা জমা পড়েছে কিনা তা দেখতেই স্টেট ব্যাংকের স্থানীয় সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার (সিপিসি)-এ গিয়েছিল দুজনে। অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা খতিয়ে দেখতে গিয়ে তারা চমকে ওঠে। দুজনের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা পড়েছে! ঘটনাটি মুহূর্তে চাউর হয়ে যায় গোটা গ্রামে।

বিশ্বাস এবং কুমারের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে উত্তর বিহার গ্রামীণ ব্যাংকে। ওই ব্যাংকের ম্যানেজার মনোজ গুপ্ত খবরটি শুনে স্তম্ভিত হয়ে যান। তিনি সঙ্গে সঙ্গে ওই দুজনের অ্যাকাউন্ট থেকে টাকার লেনদেনের প্রক্রিয়া বন্ধ করে দেন। কীভাবে এত টাকা দুই শিক্ষার্থীর অ্যাকাউন্টে ঢুকল তা বুঝে উঠতে পারছেন না তাদের পরিবার থেকে প্রতিবেশীরা।

বিহারেরই খাগাড়িয়া জেলার এক শিক্ষকের অ্যাকাউন্টে দুদিন আগে হঠাৎই সাড়ে পাঁচ লাখ রুপি ঢোকে। ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটা হয়েছে বলে জানা গিয়েছে। এ পর্যন্ত তাও ঠিক ছিল। কিন্তু এই টাকা পেয়ে শিক্ষক রঞ্জিত দাস সেটা ফেরত দিতে অস্বীকার করেন। শুধু অস্বীকারই নয়, ওই টাকা থেকে ১ লাখ ৬০ হাজার ৯৭০ রুপি খরচও করে ফেলেন। বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ জমা পড়লে পুলিশ রঞ্জিতকে গ্রেপ্তার করে।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :