ইয়াবাসহ টেকনাফ হাসপাতালের পিয়ন আটক

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৬ | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৬

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে থেকে ওই হাসপাতালেরই পিয়ন আবদুর রহিমকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বুধবার দিনগত রাত সাড়ে ১২টায় মডেল থানা পুলিশ তাকে আটক করে।

আবদুর রহিমের গ্রামের বাড়ি রামুর কচ্ছপিয়া চাকমারকাটায়। তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা জানায়, রহিম হাসপাতালে চাকরির আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করছিলেন। একটি সিন্ডিকেটের সঙ্গে মিলে তিনি হাসপাতালের কিছু কর্মকর্তার কাছে খুচরা ইয়াবা বিক্রি করতেন বলে অভিযোগ। আইডি কার্ড ব্যবহার করে সরকারি-বেসরকারি বিভিন্ন যানবাহনে কক্সবাজার-চট্টগ্রামে ইয়াবা পাচার করতেন। রহিমকে আটকের পর হাসপাতাল এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আটককৃত পিয়ন দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করে আসছিলেন। একটি মোবাইলও উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :