অক্টোবরের শুরুতেই বিসিবি নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নাজমুল হাসান পাপন দায়িত্ব নিয়েছেন ২০১২ সালে। অনেকটা অবাক হয়ে পাওয়া দায়িত্বটার ইতি টানতে চেয়েছিলেন শেষবার ২০১৭ সালের নির্বাচনে। অবশ্য সেবার বোর্ডের সভাপতি জানিয়েছিলেন বোর্ড প্রধান হতে তার আগ্রহ নেই। যদিও এখনও একই পদে বহাল রয়েছেন তিনি।

তবে এবার বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে তিনি সাফ জানিয়েছিলেন, বোর্ড প্রধান হওয়ার ইচ্ছা নেই তার। শারিরিক পরিস্থিতির বিষয়টি বিবেচনা করেই তার এমন সিদ্ধান্ত। তবে নতুন পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদের হয়ে নির্বাচন করতে পারেন তিনি।

সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ৩০ তারিখে। নিয়ম অনুযায়ী নতুন নির্বাচন দিতে হবে দেড় মাসের মধ্যে। তবে বোর্ড প্রধান জানিয়েছিলেন, আসন্ন বিশ্বকাপের আগেই নতুন পর্ষদের আগে তুলে দেওয়া হবে দায়িত্ব। এবার জানা গেল, অক্টোবরের শুরুতেই বসছে বোর্ড নির্বাচন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন খুব দ্রুতই সভায় বসবে, পরে তারিখ ঠিক হবে। আশা করা যাচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হয়ে যাবে। তফসিল কবে ঘোষণা হবে, এটা নির্বাচন কমিশনের বৈঠকে ঠিক হবে।’

নির্বাচনকে সামনে রেখে পাঁচ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। এতে অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন নিজামউদ্দিন চৌধুরী সুজন। দ্রুতই তারা বসতে চলেছেন বৈঠকে। সেখানে চুড়ান্ত হবে অক্টোবরের প্রথম সপ্তাহের কোন দিনে অনুষ্ঠিত হচ্ছে বিসিবির নির্বাচন।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :