ড্রেকসের ব্যাটে সিপিএলের শিরোপা ব্রাভোদের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৭ | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৭

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপাটা উঠতে পারতো সেন্ট লুসিয়া কিংসের হাতে। তবে সেখানে বাধ সাধলেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বোলার ডমিনিক ড্রেকস। পুরোদস্তর ব্যাটসম্যান বনে যাওয়া ড্রেকসের ব্যাটেই প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেলো সেন্ট কিটস।

সেন্ট কিটসের মাঠে ওয়ার্নার পার্কে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে নামে দুদল। টস জিতে আগে ব্যাট করতে নেমে সেন্ট কিটসকে ১৬০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল সেন্ট লুসিয়া। ম্যাচে মার্ক ডেয়াল, ডেভিড ভিসা, টিম ডেভিডদের ব্যর্থতায় ভুগতে থাকে সেন্ট লুসিয়া। শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে তাদের স্কোর দেড়শ ছাড়িয়ে নেন কিমো পল। ৫ ছক্কার তিনটিই তিনি মারেন ১৯তম ওভারে, ড্রেকসের টানা তিন বলে। কে জানত, এই ম্যাচেই দারুণভাবে শোধ তুলবেন ড্রেকস!

১৬০ রানের টার্গেটে নেমে ক্রিস গেইল আউট প্রথম ওভারেই। ব্যর্থ হন এভিন লুইস। তবে তাদের ব্যর্থতার দিনে আলো ছড়ান প্রায় অখ্যাত এক বাঁহাতি বোলার। ভিলেন থেকে হিরো বনে যাওয়া সেই ড্রেকস দলের বাজে সময়ে বনে যান পুরোদস্তর ব্যাটসম্যান। ২০০ স্ট্রাইক রেটে ৪৮ রানের হার না মানা ইনিংসে সেন্ট কিটসকে এনে দেন শিরোপা-উৎসবের উপলক্ষ। শেষ ওভারের রোমাঞ্চে ৯ রান নাসিম শাহকে নিয়ে দারুণভাবে পেরিয়ে যায় ম্যাচ সেরা ড্রেকস।

রুদ্ধশ্বাস ফাইনালে সেন্ট লুসিয়াকে ৩ উইকেটে হারিয়ে দেয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস। নিজের ৫০০তম টি-টোয়েন্টি ম্যাচে স্মরণীয় জয়ে ট্রফি উঁচিয়ে ধরেন অধিনায়ক ডোয়াইন ব্রাভো।

পুরো আসরে ধারাবাহিক পারফরম্যান্সে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রানার্সআপ দল সেন্ট লুসিয়ার অলরাউন্ডার রোস্টন চেস। এবারই প্রথম গেইল-ব্রাভো শিরোপা জিতলো একসঙ্গে। এর আগে গেইল দুবার ও ব্রাভো চারবার সিপিএল শিরোপা জিতলে। তবে সেন্ট কিটসের অধিনায়ক ব্রাভোর কাছে এবার শিরোপাটা ক্যারিয়ারের জন্য একটু আলাদাই বটে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :