ছাত্রলীগ নেতা জানালেন আজ তার বিবাহবার্ষিকী

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আল কাইয়ুম নিজের ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন, আজ (১৬ সেপ্টেম্বর) তার বিবাহবার্ষিকী। যদিও ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর গ ধারা অনুযায়ী বিবাহিত কেউ ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়ার কথা নয়।

বৃহস্পতিবার সকালে নিজ ফেসবুক আইডিতে কাইয়ুম লিখেন, ‘প্রথমেই সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং কাছের ও দূরের শুভাকাঙ্ক্ষীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। গত ১৬/০৯/২০২০ ইং তারিখে একান্ত পারিবারিকভাবে সাদিয়া আমিনের সহিত পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেও নানা প্রতিকূলতায় সবাইকে বিষয়টি অবগত করতে পারিনি। যাই হোক আজ আমাদের ১ম বিবাহবার্ষিকী। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে সকল শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিতে দোয়া নিবো।’

বিকাল তিনটার কিছু পরে এই ছাত্রলীগ নেতা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে নেন।

স্ট্যাটাসের সত্যতা জানতে আল কাইয়ুমের সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকা টাইমসের কাছে তিনি বিয়ের কথা স্বীকার করেন। তিনি জানান, করোনাকালে পারিবারিকভাবে তিনি বিয়ে করেছেন। তাই কাউকে জানানো হয়নি। সংগঠনেরও কেউ বিষয়টি জানেন না। করোনাকালে সাংগঠনিক কাজকর্ম সেভাবে না থাকায় অব্যাহতিও নেননি তিনি।

ছাত্রলীগের এই নেতা বলেন, ‘আমার ব্যক্তিগত কাজের দায়ভার তো আর সংগঠন নেবে না। আমার যদি অব্যাহতি দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমি অব্যাহতি নিয়ে নেব।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘যে বিয়ে করেছে, সে অবশ্যই সংগঠন থেকে অব্যাহতি নেবে। যদি সে না নেয়, তাহলে আমরা তাকে অব্যাহতি দেব।’

২০১৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ৩০২ সদস্যের কমিটি ঘোষণা হয়। যেখানে অন্তত ১০ জন বিবাহিত বলে অভিযোগ ওঠে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/কারই/জেবি)