খোলা তারে প্রাণ গেল কৃষকের, বিদ্যুৎ অফিস ভাংচুর

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:২০

নীলফামারী সদরের ল‌ক্ষিচাপ ইউনি‌য়‌নে বিদ্যুতের খোলা তারে জড়িয়ে জীবন চ‌্যাটার্জী নামে এক কৃষ‌কের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী বিদ্যুৎ অফিসে ভাংচুর করেছে।

নিহত জীবন চ‌্যাটার্জী উপ‌জেলার ল‌ক্ষিচা‌প ইউনিয়নের নৃসিংহ গ্রা‌মের ন‌রেন্দ্রনাথ চ‌্যাটার্জীর ছে‌লে।

স্থানীয়রা জানায়, বৃহস্প‌তিবার সকাল ৮টার দি‌কে জীবন কৃ‌ষি জমি‌তে কীটনাশক ছিঁটা‌তে যান। একপর্যা‌য়ে বাঁশের খুটির ঝুলন্ত ‌বিদ্যুতের তা‌রে জড়িয়ে তিনি জ‌মি‌তে প‌ড়ে যান। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে নীলফামারী জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

স‌রেজ‌মি‌নে দেখা যায়, ঘটনাস্থলসহ এলাকার বেশ ক‌য়েক‌টি স্থা‌নে বিদ‌্যু‌তের খোলা তার এলোমেলো হ‌য়ে প‌ড়ে ‌আছে। বাঁশের খুঁ‌টি‌তে খোলা‌ তা‌রে বিদ‌্যুৎ সং‌যোগ এমন দুর্ঘটনার মূল কারণ ব‌লে দা‌বি এলাকাবাসীর।

জীব‌নের ছোট ভাই প্রশান্ত চ‌্যাটার্জী ব‌লেন, ‘আমরা খবর পে‌য়ে ওই ধা‌ন খে‌তে যাই। প‌রে ভ‌াইকে হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।’

এ বিষ‌য়ে কোনো মামলা করা হ‌বে কিনা জান‌তে চ‌াইলে তিনি ব‌লেন, ‘আমরা মামলা কর‌ছি না। ত‌বে কিছু দিন আগে এখানে একই রকম একটা ঘটনা ঘটেছিল। সং‌শ্লিষ্ট‌দের কা‌ছে আমার চাওয়া, আর যেন অকালে কাউকে এভা‌বে জীবন দি‌তে না হয়।’

ল‌ক্ষিচাপ ইউনিয়নের চেয়ারম‌্যান আমিনুর রহমান ব‌লেন, ‘আমরা একাধিক বার বাঁশের খুটি পরিবর্তন করার জন্য আবেদন করেছি। তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন ব‌লে আমা‌দের আশ্বস্ত ক‌রে‌ছেন।’

এ ‌বিষ‌য়ে নর্দান ‌ইলেকট্রিসি‌টি সাপ্লাই কোম্পানির প্রধান নির্বাহী প্রকৌশলী নওশাদ আলম ঢাকাটাইমসকে ব‌লেন, ‘এ ধরনের খুঁটি আর থাকবে না। তার জন্য আমরা ইতোমধ্যে মাঠ জরিপ শুরু করেছি।’

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ব‌লেন, ‌ ‘বিষয়‌টি শুনে‌ছি। এ বিষ‌য়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। ঘটনাস্থ‌ল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :