স্কুলগামী শিশুদের শিখিয়ে দিন...

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:২২

ডা. নুসরাত সুলতানা

কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর অনেকেই বলেন, ‘আমি তো খুব সাবধানে ছিলাম, সবসময়ে মাস্ক পরেছি, তাহলে কেন আক্রান্ত হলাম?’ আবার তাদের উদ্দেশ্য করে অনেকেই বলেন, ‘ভাই, খুব তো সাবধানে ছিলেন, কোভিড থেকে তো রক্ষা পেলেন না’।

মাস্ক পরার ক্ষেত্রে কয়েকটি অনিচ্ছাকৃত ভুলের কারণে আপনি আক্রান্ত হতে পারেন...

খাওয়া বা কথা বলার সময় মাস্ক থুতনিতে রাখলে ওই মাস্ক পুনরায় পরার সময় আপনি ভাইরাসে এক্সপোজড হয়ে যেতে পারেন। কিভাবে?

মাস্কের বাইরের অংশে  ভাইরাস বা ব্যাক্টেরিয়া জমা হয়৷ আপনি যখন পুনরায় মাস্ক পরবেন এই জীবানু আপনার থুতনি ও ঠোঁটে চলে যেতে পারে। তাই কখনই মাস্ক থুতনিতে রাখবেন না।

মাস্কটি খুলে পকেটে বা ব্যাগে একটি প্যাকেটের মধ্যে রাখবেন। মাস্ক খোলার সাথে সাথে হাত স্যানিটাইজ বা ধুয়ে ফেলবেন। মাস্কটি পুনরায় পরার সময়ও একই কাজ করবেন।

মাস্ক একাধারে ৬ ঘন্টার বেশি ব্যবহার করবেন না।

কোভিড-১৯ আক্রান্তের হার নিম্নমূখী। এদিকে গণটিকা কার্যক্রম ও চলছে। পাশাপাশি খুলে গেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। তাই আক্রান্তের সংখ্যা যাতে আর না বাড়ে সেজন্য সঠিকভাবে মাস্ক পরুন, স্কুলগামী শিশুদেরও শিখিয়ে দিন। তাদের সাথে অতিরিক্ত মাস্ক দিন।

 এছাড়াও তাদের আরো কিছু বিষয় জানা দরকার-

টিফিন বা পানি শেয়ার করা যাবে না

খাতা বই কলম পেনসিল শেয়ার করা যাবে না।

কোনো Hi five নয়।

লেখক: সহকারী অধ্যাপক, ভাইরোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ

ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এসকেএস