আরও দুই তারকা ফুটবলার হারাল বার্সেলোনা

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৯ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইনজুরিটা বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। আনসু ফাতি, মার্টিন ব্রাথওয়েট, ওসমান দেম্বেলে, সার্জিও আগুয়েরোর পর ইনজুরির তালিকায় নাম লেখালেন জর্দি আলবা ও পেদ্রি। কাতালান ক্লাবের সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বুধবার সকালে স্ক্যান রিপোর্টে জানা যায়, পেদ্রির বাম উরু ক্ষতিগ্রস্থ হয়েছে এবং আলবা ডান থাইয়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। তারা পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকছে বার্সা। এদিকে প্রায় ৩ থেকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ১৮ বছর বয়সী পেদ্রিকে।

সোমবার (২০ সেপ্টেম্বর) ঘরের মাঠে গ্রানাডার বিপক্ষে লা লিগার ম্যাচে অনুপস্তিত থাকবেন দুজনেই। কাডিজ ও লেভান্তের বিপক্ষে তাদের খেলা নিয়েও শঙ্কা রয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচে বার্সেলোনা বেনফিকার মুখোমুখি হবে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এইচএন)