মাইডাসের লোকসান বেড়েছে ৯৭ শতাংশ

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৯

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

শেয়ারবাজারে তালিকাভুক্তমাইডাস ফাইন্যান্সিং লিমিটেড চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি’২১-জুন’২১) শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৯৭ শতাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি’২১-জুন’২১) সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৭২ টাকা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিতভাবে লোকসান শেয়ারপ্রতি হয়েছিল ০.০৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির লোকসান ২.৬৫ টাকা বা ৯৭ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৮ টাকা। আগের অর্থবছর একই সময়ে সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ০.১৯ টাকা।
২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮.৯৭ টাকায়।

ঢাকাটাইমস/ ১৬ সেপ্টেম্বর/ আরএ