শতভাগ নিশ্চিত বিশ্বকাপ জিতছি: ম্যাক্সওয়েল

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৯ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গেল মাসে বাংলাদেশ সফরে তিক্ত অভিজ্ঞতা সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। স্মিথ-ওয়ার্নার ছাড়া সফরে তারা ভুগেছে রান খরায়। শঙ্কা ছিলো সিরিজে হোয়াইটওয়াশেরও। এছাড়া বিশ্বকাপের আগে টানা হারে অজিরা পেছনে পড়েছে র‌্যাঙ্কিংয়েও। তবে এসব বিষয় আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজে খুব একটা প্রভাব পড়বে না বলে মনে করেন অজি হার্ডহিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। তার বিশ্বাস শিরোপার লক্ষ্যে লড়বে অস্ট্রেলিয়া।

ম্যাক্সওয়েলের মতে বাংলাদেশের কাছে বাজে ভাবে হেরে আত্মবিশ্বাস হারানো দল ঠিকই বিশ্বকাপে জেগে উঠবে এবং বিশ্বকাপ ঘরে তুলবে। ‘আসন্ন বিশ্বকাপে দল ভালো ফল করবে এবং শিরোপার জন্য লড়াই করবে। বাংলাদেশের কাছে সিরিজ হার কোন প্রভাব ফেলবে না। কারণ আমরা বড় মঞ্চে ভিন্ন কন্ডিশনে সবকিছু নতুনভাবে শুরু করবো।’

আরব আমিরাতের মরুর মাঠে আগামী ১৭ তারিখ থেকে শুরু হবে বর্তমান টি-টোয়েন্টি আসর। যদিও সুপার টুয়েলভে থাকা অস্ট্রেলিয়ার খেলা ২৩ তারিখ থেকে শুরু হবে। আইসিসির এই আসরের কাপ এখনও জিততে পারেননি অন্য সব ফরম্যাটে কাপ জেতা অস্ট্রেলিয়া। ২০১০ সালে ফাইনালে উঠলেও টি-টোয়েন্টি শিরোপা এখনও অধরা অজিদের। তবে এবার সেই আক্ষেপ ঘোচাতে প্রস্তুত অস্ট্রেলিয়ানরা।  

ম্যাক্সওয়েল বলেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপে এখনও শিরোপা জিততে পারেনি অস্ট্রেলিয়া। এবার বিশ্বকাপ জিততে চাই আমরা। বিশ্বকাপ নিয়ে সকলের মধ্যে আলোচনা হয়েছে। সকলের একটি লক্ষ্য ভালো খেলে শিরোপা জয় করা।’

কেন এবার নিজে নিজেদের ফেবারিট বলেছেন তাও ব্যাখা করলেন ম্যাক্সওয়েল। ‘আমাদের স্কোয়াডের দেখলেই বুঝতে পারবেন ম্যাচ জেতানোর মতো অনেক ক্রিকেটার আছে। শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আমরা এটি (বিশ্বকাপ) জিততে পারি। আমি মনে করি, আমাদের দারুণ একটি দল রয়েছে যাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। দুই-একজন ক্রিকেটার যদি আসরের শুরু থেকেই সেরা ফর্মে থাকে তাহলে অস্ট্রেলিয়াকে থামানো কঠিন হবে।’

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এইচএন)