শতভাগ নিশ্চিত বিশ্বকাপ জিতছি: ম্যাক্সওয়েল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৯ | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৯

গেল মাসে বাংলাদেশ সফরে তিক্ত অভিজ্ঞতা সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। স্মিথ-ওয়ার্নার ছাড়া সফরে তারা ভুগেছে রান খরায়। শঙ্কা ছিলো সিরিজে হোয়াইটওয়াশেরও। এছাড়া বিশ্বকাপের আগে টানা হারে অজিরা পেছনে পড়েছে র‌্যাঙ্কিংয়েও। তবে এসব বিষয় আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজে খুব একটা প্রভাব পড়বে না বলে মনে করেন অজি হার্ডহিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। তার বিশ্বাস শিরোপার লক্ষ্যে লড়বে অস্ট্রেলিয়া।

ম্যাক্সওয়েলের মতে বাংলাদেশের কাছে বাজে ভাবে হেরে আত্মবিশ্বাস হারানো দল ঠিকই বিশ্বকাপে জেগে উঠবে এবং বিশ্বকাপ ঘরে তুলবে। ‘আসন্ন বিশ্বকাপে দল ভালো ফল করবে এবং শিরোপার জন্য লড়াই করবে। বাংলাদেশের কাছে সিরিজ হার কোন প্রভাব ফেলবে না। কারণ আমরা বড় মঞ্চে ভিন্ন কন্ডিশনে সবকিছু নতুনভাবে শুরু করবো।’

আরব আমিরাতের মরুর মাঠে আগামী ১৭ তারিখ থেকে শুরু হবে বর্তমান টি-টোয়েন্টি আসর। যদিও সুপার টুয়েলভে থাকা অস্ট্রেলিয়ার খেলা ২৩ তারিখ থেকে শুরু হবে। আইসিসির এই আসরের কাপ এখনও জিততে পারেননি অন্য সব ফরম্যাটে কাপ জেতা অস্ট্রেলিয়া। ২০১০ সালে ফাইনালে উঠলেও টি-টোয়েন্টি শিরোপা এখনও অধরা অজিদের। তবে এবার সেই আক্ষেপ ঘোচাতে প্রস্তুত অস্ট্রেলিয়ানরা।

ম্যাক্সওয়েল বলেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপে এখনও শিরোপা জিততে পারেনি অস্ট্রেলিয়া। এবার বিশ্বকাপ জিততে চাই আমরা। বিশ্বকাপ নিয়ে সকলের মধ্যে আলোচনা হয়েছে। সকলের একটি লক্ষ্য ভালো খেলে শিরোপা জয় করা।’

কেন এবার নিজে নিজেদের ফেবারিট বলেছেন তাও ব্যাখা করলেন ম্যাক্সওয়েল। ‘আমাদের স্কোয়াডের দেখলেই বুঝতে পারবেন ম্যাচ জেতানোর মতো অনেক ক্রিকেটার আছে। শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আমরা এটি (বিশ্বকাপ) জিততে পারি। আমি মনে করি, আমাদের দারুণ একটি দল রয়েছে যাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। দুই-একজন ক্রিকেটার যদি আসরের শুরু থেকেই সেরা ফর্মে থাকে তাহলে অস্ট্রেলিয়াকে থামানো কঠিন হবে।’

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর আজম

আগামী ২ বছরের জন্য বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখলেন আইসিসির প্রতিনিধিদল

হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক আজ, আলোচনা হবে যে ইস্যুতে

এই বিভাগের সব খবর

শিরোনাম :