জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলা

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২০:০১

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধার সন্তান এরশাদ হোসেনের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গত ৩১ আগস্ট কাশিয়ানী উপজেলার দহিসারা ভুতি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এরশাদ হোসেন কাশিয়ানী উপজেলার আড়কান্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা হেমায়েত হোসেন বাচ্চুর ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, এরশাদ হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে চাচাত ভাইদের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে ৩১ আগস্ট দহিসারা ভুতি বাড়ি এলাকায় এরশাদ হোসেনকে একা পেয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন জুয়েল, কাবুল, মিলন, আরিফ, রিপন, রানা, সুজন ও আকু মোল্লাসহ অনেকে।

পরে এরশাদকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এরশাদের বাবা বীর মুক্তিযোদ্ধা হেমায়েত হোসেন বাচ্চু কাশিয়ানী থানায় একটি মামলা করেছেন।

ওড়াকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বদরুল আলম বিটুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি মীমাংসার উদ্যোগ নিয়েছিলাম। তবে আহতের অবস্থা অবনতি ও হামলাকারীদের আগ্রহ না থাকায় মীমাংসা করা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :