মুক্তিযোদ্ধার ভূমিকায় জায়েদ খান, সঙ্গী নবাগতা স্নিগ্ধা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১২:২৯

নতুন নায়িকা নিয়ে নতুর ছবির কাজ শুরু করেছেন চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। ছবির নাম ‘সোনার চর’। এখানে জায়েদকে দেখা যাবে গ্রামের সহজ-সরল অথচ সাহসী এক মুক্তিযোদ্ধার ভূমিকায়। তার বিপরীতে নায়িকা নবাগতা স্নিগ্ধা। অভিনেত্রীর অভিষেক ছবি এটি। গত বুধবার থেকে গাজীপুরের হোতাপাড়ায় ছবিটির শুটিং শুরু হয়েছে।

এক্সেল ফিল্মসের ব্যানারে ‘সোনার চর’ পরিচালনা করছেন জাহিদ হোসেন। এখানে জায়েদ ছাড়াও আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি ওমর সানী ও মৌসুমী। তবে ছবিতে জায়েদের নায়িকা কে থাকবেন, সেটা নিয়ে সংশয় ছিল। অবশেষে সেই সংশয় দূর করে সম্প্রতি স্নিগ্ধাকে চূড়ান্ত করা হয় বলে জানান পরিচালক জাহিদ হোসেন।

ছবিটির শুটিং প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘করোনার কারণে বেশ লম্বা একটা বিরতির পর ‘সোনার চর’ সিনেমার শুটিং করেছি। আপাতত গাজীপুরে শুটিং চলছে। এখানে অল্প কিছু দৃশ্যের শুটিং হবে। এরপর আমরা পরবর্তী লোকেশনে যাব।’

সিনেমার গল্পের প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার সময়কার গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটি। এতে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি। ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করা হলেও মুক্তিযোদ্ধা চরিত্রে এই প্রথম। মনে শান্তি লাগছে এমন একটা চরিত্রে অভিনয় করছি ভেবে।’

তিনি আরও জানান, ‘ছবিতে গ্রামের একজন সাধারণ জেলে আমি। তবে একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করি। আমার চরিত্রের অতীত সেটি। এছাড়া রাজনীতি, পরিবার, প্রেম-ভালোবাসা সবই থাকবে সিনেমায়। নিজেকে কিছুটা হলেও ভাঙার চেষ্টা করছি এই চরিত্রে। আশা করি, এ সিনেমার মাধ্যমে নতুন এক জায়েদ খানকে দেখবেন দর্শক।’

পরিচালক জাহিদ হোসেন বলেন, ‘বেশ কিছুদিন ধরে এ ছবির গল্প, চরিত্র ও শুটিং লোকেশন নিয়ে কাজ করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হলো। ইচ্ছা আছে টানা ১৫ থেকে ১৬ দিন হোতাপাড়ায় শুটিং করার। এরপর মাঝে কয়েক দিনের বিরতির পর ভোলায় চার-পাঁচ দিনের শুটিং করলেই আশা করি সম্পন্ন হবে সব কাজ।’

তিনি আরও জানান, ‘এ সিনেমায় ছয়টি গান থাকবে, গল্পেও চমক থাকছে। আমি আশাবাদী, মন ছুঁয়ে যাওয়ার মতো একটি চলচ্চিত্র উপহার দিতে পারব দর্শকদের। আগামী বছরের শুরুতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা আছে বলেও জানান পরিচালক।

ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

তৃতীয় বিয়েটা কবে করবেন আমির খান? প্রশ্ন শুনে যা হলো

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :