মুম্বাই নয়, আইপিএলে চ্যাম্পিয়ন হবে দিল্লী

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৮

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবসময়ের হট ফেবারিট দল হলো মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে। কিন্তু এরপরেও এবার নাকি শিরোপা জিতবে দিল্লী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেছেন অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক স্পিনার ব্রেড হগ।

করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে স্থগিত রাখা হয় ক্রিকেট বিশ্বের সবেচেয়ে ব্যয়বহুল এবং জনপ্রিয় ক্রিকেট আসর আইপিএল। সেই বন্ধ থাকা আইপিএলের বাকি অংশ আবারও শুরু হচ্ছে আগামী রবিবার। আর তাই এই টুর্নামেন্ট নিয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন মন্তব্য দিচ্ছেন।

তারই ধারাবাহিকতায় এবার নতুন বিস্ফোরণ ঘটালেন হগ। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘আমার মতে, এবার দিল্লিকে হারানো কঠিন হবে। শ্রেয়াস আইয়ার তাদের দলে ফিরে এসেছে। ফলে তারা বিদেশি খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে বৈচিত্র আনতে পারবে। ফলে এখন আর স্টিভ স্মিথের ওপর নির্ভর করে থাকতে হবে না। এছাড়া অশ্বিনও ফিরেছে। তাদের নিয়ে দিল্লি এখন আরও শক্তিশালী।’

তিনি আরও বলেন, ‘দিল্লি দলে এখন ভারসাম্য আসবে। তারাই একমাত্র দল যারা মুম্বাইকে হারিয়ে, তাদেরকে ষষ্ঠ শিরোপা জেতা থেকে থামাতে পারবে। কাগজে-কলমে আমার মতে, দিল্লিই সেরা দল। তাদের এখন যেই ভারসাম্য আছে, তাতে মুম্বাই-চেন্নাইয়ের মতো দলগুলোকেও হারাতে পারবে।’

উল্লেখ্য, এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে সবার উপরেই রয়েছে দিল্লী ক্যাপিটালস। ৮ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। আর তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্টে দুইয়ে ধোনির চেন্নাই। এদিকে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে মুম্বাই ইন্ডিয়ান্সের।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :