সহ-অধিনায়ক হিসেবে রোহিতকে চান না কোহলি

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:১২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে ভারত দলের অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি- এটা পুরনো খবর। এবার শোনা গেল নতুন তথ্য। নিজের দায়িত্ব ছাড়ার পাশাপাশি নাকি রোহিতকে সহ-অধিনায়ক থেকে সরিয়ে দেওয়ার পরামর্শও কোহলি দিয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করছে।

ক্রিকেট এডিক্টরের বরাত দিয়ে ক্রিকট্র্যাকারে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ওয়ানডে ক্রিকেটে রোহিতের জায়গায় সহ-অধিনায়ক হিসেবে লোকেশ রাহুল এবং টি-টোয়েন্টিতে রিশাভ পান্তের নাম সুপারিশ করেছেন কোহলি। এর পেছনে অবশ্য ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের কারণ নয়। মূলত রোহিতের বয়স ৩৪ হয়ে যাওয়ায় এখন তুলনামূলক তরুণ কাউকেই দেখতে চাইছেন কোহলি।

এদিকে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কারের মুখে শোনা যাচ্ছে একই সুর। তার মতে সহ-অধিনায়ক হিসেবে লোকেশ রাহুলকে দায়িত্ব দেওয়া যেতে পারে। এ বিষয়ে তিনি বলেন, ‘বিসিসিআই সামনে তাকাচ্ছে এটা ভালো ব্যাপার। ভবিষ্যৎ নিয়ে ভাবা গুরুত্বপূর্ণ। যদি ভারত নতুন অধিনায়ক হিসেবে কাউকে গড়ে তুলতে চায়, তাহলে লোকেশ রাহুলের দিকে তাকাতে পারে।’

তিনি আরও বলেন,  ‘সে ভালো পারফর্ম করছে। এমনকি ইংল্যান্ডেও তার ব্যাটিং খুব ভালো ছিল। আইপিএল ও ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটেও সে ভালো করছে। তাকে সহঅধিনায়ক বানানো যেতে পারে।’

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এমএম)