শিয়াল মারার তারে জড়িয়ে প্রাণ গেল দুই যুবকের

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:০১ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:০০
ফাইল ছবি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালি এলাকায় শিয়াল মারতে ধানক্ষেতে ফেলে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন আশাশুনির শোভনালি ইউনিয়নের গোদাড়া গ্রামের রশীদ মোল্লা এবং একই গ্রামের ইদ্রিস পাড়।

বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে মাঠে যাওয়া কৃষকরা লাশ দুটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে নিয়ে আসে। এবং ধানক্ষেতের মালিক পূর্ব গোদাড়া গ্রামের কবির পাড়কে গ্রেপ্তার করেছে।

শিয়াল মারার জন্য কবির পাড় ধানক্ষেতে বৈদ্যুতিক তার ছড়িয়ে রেখেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আশাশুনি থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিত অধিকারী জানান ‘প্রাথমিকভাবে আমরা ধারনা করছি বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে দুই যুবক রশীদ ও ইদ্রিসের মৃত্যু হয়েছে। একটি শৃগালও সেখানে তারে জড়িয়ে মারা গেছে’।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, জমির মালিক লাশ দুটি সরিয়ে ধান ক্ষেতের পানির নালায় ফেলে রাখে। নিজের অপরাধ ঢাকা দেওয়ার লক্ষ্যে কবির পাড় এই অপকৌশল গ্রহণ করেন। তার বিরুদ্ধে আশাশুনি থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :