অ্যাসাইনমেন্ট জমার সঙ্গে টাকার সম্পর্ক নেই: শিক্ষামন্ত্রী

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪১

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট জমার নামে টাকা নেওয়া হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে তা নাকচ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানিয়েছেন, অ্যাসাইনমেন্ট জমার সঙ্গে টাকা-পয়সার কোনো সম্পর্ক নেই।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন উপলক্ষে মন্ত্রী এ দিন চাঁদপুরে আসেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। অনেক শিক্ষার্থীর হয়তো টিউশিন ফি দেয়নি। এখন সেই ফি যদি বেশি হয়ে যায়, কিস্তিসহ অন্য রকম কোনো ব্যবস্থা করা যেতে পারে। যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই সে ফি দিয়ে দেবেন।’

দীপু মনি বলেন, ‘স্বাস্থবিধি মানার জন্য সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরাও শিক্ষা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের প্রচারের কারণেও আমাদের কাজের বড় সহায়তা হচ্ছে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। সবাইকে চেষ্টা করেই আমাদের এটি করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘এভাবে চলা আমাদের অভ্যস্থতার মধ্যে ছিল না। আর এই স্বাস্থ্য সচেতনতা শুধু ডেঙ্গু কিংবা কোভিডের জন্যই নয়, একটি সুস্থ সুন্দর জীবনের জন্যও দরকার। আমাদেরকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ও বাড়িতে সর্বত্র পরিষ্কার- পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/জেবি)