লড়াইয়ের পর টাইগার যুবাদের হার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:২১

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন যুবা টাইগারদের সিরিজ শিরোপা আগেই নিশ্চিত হয়েছিল। অপেক্ষা ছিল চতুর্থ ম্যাচ জিতে হোয়াইটওয়াশের উপলক্ষ বাড়ানো। তবে সেটা আর হলো না। বাংলাদেশ যুবারা আজ লড়াই করেও শেষ পর্যন্ত আফগান যুবাদের কাছে হেরে গেল। সফরের প্রথম জয়ে সিরিজ হারের ব্যবধান কমালো আফগানিস্তানের যুবারা।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী আফগানিস্তান। দুর্দান্ত শুরুর পর বিলাল সায়েদির ৬০ রানে ২১০ রানের বড় সংগ্রহ পায় তারা। তবে টাইগার যুবারা থামে ১৯ রান পিছিয়ে থেকেই। দুর্দান্ত লড়াইয়ে ফিফটি করে অপরাজিত থাকেন তাজিবুল ইসলাম।

এর আগে, ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্ত করেন আফগানরা। তাদের শুরুর জুটিতে আসে ৩৪ রান। এরপর দ্রুত আউট হন ওপেনার বিলাল সায়েদি ও আল্লাহ নূর। আরেক ওপেনার সুলিমান আরবজাইকে নিয়ে বিপদ সামলে এগোয় মিডল অর্ডার ব্যাটসম্যান বিলাল সায়েদি। দলীয় ৮৫ রানে সুলিমান ফিরলেও টিকে থাকেন বিলাল।

মোহাম্মদ নাজিবুল্লাহর সঙ্গে গড়েন ৫৩ রানের জুটি। ৮৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলেন বিলাল। এরপর বাংলাদেশের একে একে ফিরে যান আফগানরা। তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সুলিমান (৪৩)। শেষের দিকে অধিনায়ক কারোকের ২৭ রানে ৮ উইকেটে ২১০ রানে শেষ হয় আফগান যুবাদের ইনিংস।

বাংলাদেশ যুবাদের পক্ষে পেসার মহিউদ্দিন তারেক দুটি। একটি করে উইকেট শিকার করেছেন মুশফিক হাসান, এসএম মেহরব, আইচ মোল্লা, নাইমুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন।

২১১ রানের লক্ষ্যে নেমে দারুণ শুরু হয়েছিল যুবাদের। দলীয় ৫২ রানে আফগান পেসার ফয়সাল খানের শিকার হন ইফতি (১৮ রান)। পরের ওভারেই ইজাহারুল্লাহর শিকার হন রবিন (২৬)। তারপর দ্রুত মিডল অর্ডার ধসে পরে টাইগার যুবাদের। ৫৬/২ থেকে ২১ ওভার শেষে ১০৭/৬ হয়ে যায় বাংলাদেশ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আইচ মোল্লাহ আজ শুন্য রানে আউট হয়েছেন। তবে সেখান থেকে দলকে একাই টানতে থাকেন তাহজিবুল ইসলাম।

ছোট ছোট জুটি গড়ে জয়ের পথে দারুণ ভাবে এগিয়ে যাচ্ছিলেন যুবা উইকেটরক্ষক তাহজিবুল। তবে নিজে ফিফটি গড়ে অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। শেষ ব্যাটসম্যান হিসেবে বোলার মুশফিক মানকডে ফিরলে জয়ের উদযাপনে মাতেন আফগান যুবারা।

বাংলাদেশ সফরে এটাই তাদের প্রথম জয়। সিরিজ হারের ব্যবধান কমানো ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিলাল আহমেদ। ৩-১ ব্যবধানে সিরিজের ৫ম ও শেষ যুব ওয়ানডেটি ১৯ সেপ্টেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :