কৃষকের টমেটো গাছ উপড়ে ফেলল প্রতিপক্ষ

কেশবপুর (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:০৪ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:০১

যশোরের কেশবপুরে এক কৃষকের মাছের ঘেরের বেড়িতে লাগানো ৩০০টি ফলন্ত টমেটো গাছ উপড়ে ফেলাসহ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার বিকালে ওই কৃষক পাঁচ ব্যক্তির নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আড়ুয়া গ্রামের কৃষক আলতাফ হোসেনের (৪৮) সঙ্গে মাছের ঘেরের ভেড়ি নিয়ে একই গ্রামের রবিন শীল (৫৫), বিধান বৈরাগী (৪৫), আব্দুল গফফার (৪৭), শাপলা খাতুন (৩৬) ও আলতাফ বিশ্বাসের (৫৫) পূর্ব থেকেই বিরোধ ছিল। গত বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত ব্যক্তিরা ছয় বিঘা মাছের ঘেরের বেড়িতে লাগানো আনুমানিক ৩০০টি ফলন্ত টমেটো গাছ উপড়েফেলাসহ কেটে দেয়। এতে তার প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কেশবপুর থানার উপ-পরিদর্শক তাপস কুমার রায় বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :