মোদির জন্মদিনে দুই কোটি মানুষকে টিকা প্রদান

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:০৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন আজ (শুক্রবার)। এদিন করোনার টিকা দেয়ার রেকর্ড গড়েছে দেশটি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে দেশটির প্রায় ২ কোটি ২০ লাখ মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এদিন ২ কোটি মানুষ টিকা দেয়ার লক্ষ্য ঠিক করেছিল। কিন্তু সন্ধ্যা সাতটা পর্যন্ত ২ কোটি ২০ লাখ ৭৫ হাজার ৩৮ জনকে টিকা দেয়া হয়।

বিষয়টি নিয়ে দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডক্টর আর এস শর্মা টুইট করে জানিয়েছেন, ‘প্রতি মিনিটে ৪২ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রতি সেকেন্ডে যে সংখ্যাটা ৭০০।’

শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ১ কোটি মানুষের ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়। এরপর বিকেল ৩টা ২৫ মিনিট নাগাদ মোট ১.৫ কোটি ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণ হয়। স্বাভাবিকভাবে করোনাকালে এই প্রথম এত পরিমাণে ভ্যাকসিনেশন হয়েছে ভারতে।

এ নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছিলেন, ‘আমি বিশ্বাস করি আজ ভ্যাকসিনেশনে আমরা একটি নতুন রেকর্ড তৈরি করব এবং এটি আমরা প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেব।’

(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/এসইউএল)