গাজীপুরে শত কৃষক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৫

জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরিবেশসম্মত উপায়ে ক্ষতিকর পোকামাকড় ব্যবস্থাপনা বিষয়ে শত কৃষক প্রশিক্ষণ, বালাইনাশক ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে এই কর্মশালা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের অতিরিক্ত সচিব ড. মো. আব্দুর রউফ।

বারি'র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বারি'র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. কামরুল হাসান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) মুহাম্মদ সামসুল আলম, পরিচালক (গবেষণা) আরিফুল ইসলাম।

পরে প্রশিক্ষণ গ্রহণকারী ১০০ কৃষকের মাঝে বালাইনাশক ও নিমের চারা বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :