সুচির বিরুদ্ধে আরও একটি দুর্নীতি মামলা

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:০৬

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে গৃহবন্দী নেত্রী অং সাং সুচির বিরুদ্ধে আরও একটি দুর্নীতি মামলা দায়ের করেছে সামরিক জান্তা। ওই মামলায় অভিযুক্ত করা হয়েছে তার দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’র আরও বেশ কয়েকজন শীর্ষ নেতাকে। শুক্রবার সুচির আইনজীবী এই তথ্য জানিয়েছেন। খবর এএফপির

সুচির বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের মামলা চলছে। ফের আরেকটি নতুন মামলা শুরু হলো। গত জুন মাসে দুর্নীতি দমন কমিশনকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছিল, রাজধানী নেপিদোর একটি থানায় সুচির বিরুদ্ধে জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় অভিযুক্ত করা হয়েছে তার দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’র আরও বেশ কয়েকজন শীর্ষ নেতাকে।

অভিযোগ, দ্য খিন কি ফাউন্ডেশন নামের একটি দাতব্য সংস্থার জমি নয়ছয় করেছেন সুচি ও তার সঙ্গীরা। এই মামলায় দোষী সাব্যস্ত হলে তার ২০ বছরের জেল হতে পারে। ২০১২ সালে নিজের মায়ের নামে এই সংস্থাটি তৈরি করেছিলেন সুচি।

এছাড়াও সুচির বিরুদ্ধে  আর্থিক দুর্নীতি, ভোটে কারচুপি, ভোটপ্রচারে করোনাবিধি ভাঙারও অভিযোগ এনেছে সামরিক জান্তা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতাসীন নির্বাচিত সরকার হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সেসময় সুচিসহ অন্যান্য নেতাদের গ্রেপ্তার ও গৃহবন্দী করা হয়। হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/একে